• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে সেনাক্যাম্পে দুর্বৃত্তদের হামলা: নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৭, ২০১৭, ০৫:১৬ পিএম
কাশ্মিরে সেনাক্যাম্পে দুর্বৃত্তদের হামলা: নিহত ৫

ঢাকা: ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপয়ারায় লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখার কাছে সেনাক্যাম্পে অতর্কিত হামালা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক কর্মকর্তাসহ তিন জন সেনাসদস্য নিহত হয়েছেন। একইসঙ্গে দুই হামলাকারীও নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ক্যাম্পে ঢোকার চেষ্টা শুরু করে। এসময় তাদের সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এ যুদ্ধে তিন সেনা নিহত হন। এই হামলার পরে অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ক্যাম্পটি একটি আর্টিলারি বেস। 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির এখন ফের উত্তাল হয়ে আছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে হর-হামেশা। এরই মধ্যে সেনাক্যাম্পে হামলার ঘটনায় নতুন উদ্বেগ ছড়িয়ে পড়ছে নিরাপত্তা বাহিনীর মধ্যে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!