• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিডনি নিয়ে প্রতারণা: ভারতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার


প্রবাসে বাংলা ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০১৮, ০৫:৪৩ পিএম
কিডনি নিয়ে প্রতারণা: ভারতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ঢাকা: কিডনি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রহীতার কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার সময় ভারতের পেট্টাপোল সীমান্ত থেকে আইনুল নামের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে।     

পুলিশ জানায়, নওগাঁর বাসিন্দা মুহম্মদ লুৎফর হাসান মন্ডল ও তার ছেলে কিডনি দাতা আইনুল হককে নিয়ে গেল ১৯ তারিখে ভারতে আসেন কিডনি প্রতিস্থাপন করতে আসেন। 

কলকাতার বাইপাসের একটি হাসপাতালে তার অপারেশনের কথা থাকলেও গেল ২ তারিখে কিডনি দাতা আইনুল ভুক্তভোগীর মোবাইল ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করে একটি মামলা করে ভুক্তভোগী।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে, আইনুল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানতে পারলে সীমান্ত থেকে আইনুল ও তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ লাখ টাকাসহ ২টি মোবাইল উদ্ধার করা হয়। আইনুল বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা।

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!