• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিরগিস্তানে ভারী তুষারপাতে মহাসড়ক সংযোগ বিচ্ছিন্ন


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৮, ২০১৭, ১০:৫৪ এএম
কিরগিস্তানে ভারী তুষারপাতে মহাসড়ক সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা : ভারী তুষারপাতে কিরগিস্তানের প্রধান মহাসড়ক সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন এবং বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বার্তাসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বুধবার (২৯ ডিসেম্বর) ওই খবর দেয়। 

ভারী তুষারপাতের কারণে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বিশকেক-ওশ মহাসড়কের সংযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তথ্য সচিব ইলমিরা শেরিপোভা। তিনি বলেন, তিনটি যানবাহন তুষারপাতের কবলে পড়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া ভারী তুষারপাতের কারণে বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!