• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কী এমন দুঃখ পেয়েছেন নূহ-উল-আলম লেনিন?


ফেসবুক থেকে ডেস্ক অক্টোবর ১০, ২০১৭, ০৩:৪৮ পিএম
কী এমন দুঃখ পেয়েছেন নূহ-উল-আলম লেনিন?

ঢাকা: আওয়ামী লীগের সাবেক কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য গবেষক, প্রাবন্ধিক ও কবি নূহ-উল-আলম লেনিন কী এমন  দুঃখ পেয়েছেন-এমন প্রশ্ন তার ভক্তদের। আর এ প্রশ্নে কারণ হলো মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বর্ষিয়ান এই রাজনীতিকের দেয়া ওই ফেসবুক স্ট্যাটাসে তাঁর ক্ষোভের কথা ফুটে উঠেছে। যেখানে তিনি সমাজে তাঁর নিজের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার কথা বলেছেন। এর আগে গত বছর একুশে পদক বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়েও ফেসবুকে ক্ষোভ জানিয়েছিলেন তিনি।

গেল বছরের অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান না পাওয়া নূহ-উল-আলম লেনিন ফেসবুকে লিখেছেন, ‘যার পরিবার সমাজ ও দেশকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা নেই, পৃথিবীতে তার কোনো প্রয়োজন নেই। আমার মতো এমন লোকদের বেঁচে থাকার কোনো মানে হয় না। কারো বোঝা হওয়ার আগেই পটল তোলা সম্মানজনক!’

এই স্ট্যাটাসের পর ওয়াজেদ ইসলাম ওয়াজেদ নামে একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘এতো জ্ঞানী গুণী ও উচ্চমানের ব্যক্তির মুখে এমন কথা.... ???? নিশ্চয়ই বড় কোনো কারণ আছে হতে পারে তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্খিত।’

শারফুদ্দিন শাওন নামে আরেকজন লিখেছেন, ‘এ যদি হয় আপনার অবস্থা, তা হলে আমার মত হাজারও লোকদের বেচে থাকার কোন অধিকার আছে বলে মনে হয় না।’

নূহ-উল-আলম লেনিন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ১৯৪৭ সালের ১৭ এপ্রিল বিক্রমপুরের রানীগাঁও গ্রামের এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে আগামীর অন্বেষা, ব্রাত্যজন কথা, স্বাধীনতা ও উত্তরকাল, সর্বব্যাপী বঙ্গবন্ধু, সমুখে শান্তি পারাবার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিবাদের প্রথম বছর, (যুগ্ম রচনা) বঙ্গবন্ধু ও বাঙালির স্বপ্ন, স্বাধীনতার সন্ধানে।

কাব্যগ্রন্থগুলো হচ্ছে- স্বপ্ন করপুটে, অনেক দূর যেতে হবে ও ভালোবাসা হিসেব জানে না। তার সম্পাদিত গ্রন্থগুলো হচ্ছে- ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, শেখ হাসিনা : শান্তির পথযাত্রী, আওয়ামী লীগের গৌরবের ৫৫ বছর। আওয়ামী লীগের রাজনৈতিক মুখপত্র উত্তরণ এবং সমাজ-অর্থনীতি-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক মননশীল সাময়িকী পথরেখা প্রকাশিত হচ্ছে তারই সম্পাদনায়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!