• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কীটনাশক পানে শিশু সহোদরের মৃত্যু


নরসিংদী প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৯:১৩ পিএম
কীটনাশক পানে শিশু সহোদরের মৃত্যু

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার সদর উপজেলার চরাঞ্চলে ঘরের ভেতরে রাখা দানাদার জাতীয় কীটনাশক পানে শিশু সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- তাওহিদ (৩) ও জিয়াদ (৪)। তারা ওই এলঅকার নৌকার মাঝি আয়েত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আয়েত আলীর দুই শিশু ছেলে ঘরের ভেতর খেলা করছিল। এ সময় তাদের মা বাড়ির বাইরে ক্ষেতে কাজ করছিলেন। এসময় দুই শিশু ঘরের ভেতর রাখা দানাদার জাতীয় কীটনাশক পান করে।

কীটনাশক খাওয়ার পর ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

করিমপুরের ইউপি সদস্য মো. সাহাব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় দুই শিশুর মা-বাবা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিল। অবুঝ শিশু দুইটি ঘরে একা খেলা করছিল। তখন না বুঝে কীটনাশক খেয়ে ফেলায় তাদের মৃত্যু হয়।

সহোদরের মৃত্যুতে ওই পরিবারে কান্নার রোল পড়ে। এমনকি এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!