• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুবির ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা


কুমিল্লা প্রতিনিধি আগস্ট ২, ২০১৬, ১২:১২ পিএম
কুবির ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যামামলা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলাটি করেন বলে জানান এসআই খাদেমুল বাহার।

তিনি বলেন, রোববার মধ্যরাতে দুই পক্ষের মারারিতে একজনের মৃত্যু হয়েছে উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা ‘১০০ থেকে ১৫০’ জনকে আসামি করা হয়েছে।

শোকের মাস উপলক্ষে ১ অগাস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে গুলিতে সাইফুল খালিদ মারা যান।

সাইফুল মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবদিনের ছেলে।

ঘটনার পর সোমবার সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রক্টর মো. আইনুল হক বলেন, `পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!