• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ


কুমিল্লা প্রতিনিধি মার্চ ৩০, ২০১৭, ০৬:০৪ পিএম
কুমিল্লার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

কুমিল্লা: কুমিল্লার কোটবাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানাটি  বৃহস্পতিবারও (৩০ মার্চ) কড়া নজরদারিতে ঘিরে রেখেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কোটবাড়ীর দক্ষিণ বাগমারার গন্ধমতী এলাকার দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তির বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার (২৯ মার্চ) বিকেল থেকে ঘিরে রেখেছে পুলিশ।

কুমিল্লা সিটি নির্বাচনের আগের দিন এই জঙ্গি আস্তানার খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এঘটনায় কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন বুধবার (২৯ মার্চ) বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বুধবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ৯টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

ডিআইজি মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি মাথায় রেখে বৃহষ্পতিবার (৩০ মার্চ) সেখানে কোন অভিযান চালানো হবে না। এসময় অতিরিক্ত ডিআইজি গোলাম সারোয়ার, কুমিল্লার পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন উপস্থিত ছিলেন।

বর্তমানে ভেতরে একজন জঙ্গি আছে এবং তার কাছে ৬টি শক্তিশালী বোমা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ডিআইজি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!