• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
১৪৪ ধারা জারি

কুমিল্লার জঙ্গি আস্তানায় যে কোন সময় অভিযান


কুমিল্লা প্রতিনিধি মার্চ ৩১, ২০১৭, ০৯:৫৯ এএম
কুমিল্লার জঙ্গি আস্তানায় যে কোন সময় অভিযান

কুমিল্লা: জেলার কোটবাড়িতে সন্দেহ ভাজন জঙ্গি আস্তানাটি আজও কড়া নজরধারীতে ঘিরে রেখেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলের চাপপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মামুন টেলিফোনে জানান, যে কোন মুহুর্তে অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী।

কোটবাড়ীর দক্ষিণ বাগমারার গন্ধমতী এলাকার দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তির বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার (২৯ মার্চ) বিকেল থেকে ঘিরে রেখেছে পুলিশ।

কুমিল্লা সিটি নির্বাচনের আগের দিন এই জঙ্গি আস্তানার খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এঘটনায় কুমিল্লার এসপি শাহ মো. আবিদ হোসেন বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি সাংবাদিকদের সাথে এবিষয়ে কথা বলেন।

ওই সময় ডিআইজি জানিয়েছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি মাথায় রেখে বৃহষ্পতিবার সেখানে কোন অভিযান চালানো হবে না। এসময় অতিরিক্ত ডিআইজি গোলাম সারোয়ার, কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন উপস্থিত ছিলেন।

বর্তমানে ভেতরে একজন জঙ্গি আছে এবং তার কাছে ৬টি শক্তিশালী বোমা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ডিআইজি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!