• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লার টার্গেট বাকি ম্যাচগুলো জেতার


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৬, ২০১৬, ১০:০৬ এএম
কুমিল্লার টার্গেট বাকি ম্যাচগুলো জেতার

গত আসরের চ্যাম্পিয়ন অথচ ৭ ম্যাচে মাত্র একটি জয়। শেষ চারে ওঠার সম্ভাবনা অনেকটাই ম্লান হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাশরাফি বিন মর্তুজার দলটি এবার তৃতীয় ও শেষপর্বে বাকি ম্যাচগুলো জেতার লক্ষ্যেই মাঠে নামতে চায়। তবে ফিরতি পর্বের শুরুতেই কঠিন পরীক্ষা তাদের। আজ দুপুর ১টায় শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে মাঠে নামবে তারা। 

লিগ পর্বে ৭ ম্যাচের একটিতে জিতে তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ২। ম্যাচ বাকি রয়েছে ৫টি। বাকি ম্যাচগুলো জিতে টুর্নামেন্ট শেষ করতে চায় কুমিল্লা। শেষ ৫ ম্যাচ জেতার পর সেরা চারে গেলে সেটা হবে তাদের জন্য বাড়তি পাওনা। ঠিক এমনটাই মনে করেন কুমিল্লার সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েস, ‘আমাদের লক্ষ্য এখন যে কয়েকটা ম্যাচ আছে, সেগুলো জেতা। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। আমরা রেজাল্ট নিয়ে আপাতত ভাবছি না। আমাদের হাতে এখন ৫টি ম্যাচ আছে। যে কোনও কিছু ঘটতে পারে। যদি ভালো কিছু হয়, আমরা শূন্য থেকে শীর্ষে যেতে পারি। যেকোনও কিছুই সম্ভব।’

বিপিএলটা ভালো যাচ্ছে না ইমরুল কায়েসের। তারপরও শেষ দুই ম্যাচে ভালো শুরু করেও দূর্ভাগ্যবশত রান আউটের শিকার হয়েছিলেন ইমরুল। বিশেষকরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩৬ রানের ইনিংসে খেলতে দারুণ কিছু শট খেলেছিলেন ইমরুল। তারপরও খালিদ লতিফের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শেষ পর্যন্ত রান আউট হতে হয় ইমরুলকে।

এ প্রসঙ্গে ইমরুল বলেছেন, ‘শেষ দুই ম্যাচে আমি রান আউট হয়েছি। আমার আসলে একটা রিদম দরকার ছিল। সেটা শেষ ম্যাচের আগের ম্যাচে ব্যাটিংয়ে পেয়েছি। আমার মনে হয় ওই আত্মবিশ্বাস এখন আছে। এখন যে কয়েকটা ম্যাচ আছে, আশা করছি সে কয়েকটা ম্যাচে ভালোভাবে ক্যারি করতে পারব।’

ম্যাচ জিততে ভাগ্য লাগে বলে মনে করছেন ইমরুল, ‘প্রত্যেক বছরেই বিপিএলের কোনও না কোনও দল, একটা না একটা সমস্যায় পড়ে। গত আসরে সিলেট রয়্যালস ভালো দল ছিল, ওরা ভালো ক্রিকেট খেলেও কিন্তু জিততে পারেনি। এখানে ভাগ্য লাগে। আমাদের ভাগ্য এবার পক্ষে আসছে না। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। ফল কী হবে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভালো ক্রিকেট খেলতে পারলে এটা টিমের জন্য ভালো হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই


 

Wordbridge School
Link copied!