• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ২


কুমিল্লা প্রতিনিধি আগস্ট ২১, ২০১৬, ০৬:২৬ পিএম
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ২

কুমিল্লায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ৩টি মোবাইল সেট এবং ৫টি সীম কার্ডসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ রোববার (২১ আগস্ট) দুপুর পৌনে ২টায় কুমিল্লার দৌলতপুর এলাকা থেকে পিস্তল ও ম্যাগাজিনসহ তাদের গ্রেফতার করা হয়।
 
র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্র মতে অবৈধ অস্ত্র মজুদের খবর জানতে পেরে কুমিল্লার দৌলতপুর এলাকার বশির উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে মো. জিয়াউল হাসান মাহমুদ (২৫) এবং মো. ইমতিয়াজ মাহমুদ আশিক (২১) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজাগুলি, ৩টি মোবাইল সেট এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।
 
আটককৃত জিয়াউল সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. বশির উল্লাহর ছেলে এবং ইমতিয়াজ একই গ্রামের মো. হারুন-অর-রশিদের ছেলে।
 
র‌্যাব জানায়, আটক জিয়াউল হাসান মাহমুদ ও ইমতিয়াজ মাহমুদ আশিক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং তারা এলাকার অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদার ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!