• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ভাতিজি হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড


কুমিল্লা প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০১৬, ০৭:০২ পিএম
কুমিল্লায় ভাতিজি হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশ বছর বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগে আব্দুল কাদের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার (৪ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরনাহার বেগম শিউলী এ রায় দেন। এসময় আসামীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। দণ্ডিত আব্দুল কাদের উপজেলার তেতাভূমি (আনন্দপুর) গ্রামের লিলু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সনের ২৮ নভেম্বর দুপুরে চাচা আব্দুর কাদির কুপিবাতির কাঠের স্ট্যান্ড দিয়ে মাথায় আঘাত করে ভাতিজি স্কুলছাত্রী সোনিয়া আক্তারকে (১০)। এতে ঘটনাস্থলেই মারা যায় সোনিয়া। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

জেলা পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান লিটন জানান, এ ঘটনায় পরের দিন ২৯ নভেম্বর নিহত সোনিয়া আক্তারের বাবা আলম বাদী হয়ে সহোদর আব্দুল কাদেরকে আসামি করে থানায় মামলা করেন।

২০০৬ সনের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুকুল বিকাশ বড়ুয়া অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি জালাল উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাইমা সুলতানা মুন্নী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!