• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৬:১৪ পিএম
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হয়ে গেল ক্রীড়া সাংবাদিকদের মিলনমেলা। মাঠে গড়াল ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’। সোমবার (২৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি।

প্রয়াত ফুটবলার মোতালেব হোসেন, আইনুল হক ও শামসুল আলম মোল্লার স্বরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় খেলা। উদ্বোধনী দিনে প্রথম খেলায় ডি গ্রুপের ম্যাচে ডেইলি স্টার ২-১ গোলে দৈনিক যুগান্তরকে হারায়। ডেইলি স্টারের রাফিউল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হন।

দ্বিতীয় ম্যাচে ই গ্রুপের সময় টিভিকে ২-১ গোলে হারায় জাগোনিউজ ২৪.কম। জাগোনিউজের ইমাম হোসেন সোহেল ম্যান অফ দ্য মাচ হন। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে ঢাকা ট্রিবিউন। সি গ্রুপের ম্যাচে তারা ৭-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে হারায়। ঢাকা ট্রিবিউনের শেখর মন্ডল ও বায়েজিদ হক হ্যাটট্রিক করেন। শেখর মন্ডল ম্যান অফ দ্য ম্যাচ হন।  

এফ গ্রুপের ম্যাচে বৈশাখী টিভি ৫-০ গোলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে হারায়। বৈশাখীর হয়ে জাহিদ হ্যাটট্রিক করেন ও ম্যাচ সেরা হন। এইচ গ্রুপের ম্যাচে বাংলাভিশন ১-০ গোলে নয়াদিগন্তকে হারায়। একমাত্র গোলদাতা ইমরুল কায়েস ম্যাচ সেরা হন। এ ও জি গ্রুপের ম্যাচ দু’টি ড্র হয়। এ গ্রুপে জনকন্ঠ ও আমাদের সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। জনকন্ঠের রুমেল খান ম্যাচ সেরা হন।

দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি হয় জি গ্রুপের। সমকাল ও দৈনিক সংবাদের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সমকালের হয়ে মাঠে নামেন নারী প্রতিবেদক সাজিদা ইসলাম পারুল। সমকালের বোরহান আজাদ ম্যাচ সেরা হন। বি গ্রুপের ম্যাচে কালের কন্ঠ ২-০ গোলের জয় পায় মাছরাঙা টিভির বিপক্ষে। ম্যাচ শেষে পুরস্কার প্রদান করেন টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু,বিএসজেএ’র সাবেক সভাপতি সৈয়দ মামুন, বিএসজেএ’র সিনিয়র সদস্য কাশীনাথ বসাক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জেসমিন জামান, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বিএসজেএর সভাপতি সাইদুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় ২৪ দল আট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উঠবে। সেমিফাইনাল ও ফাইনাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারি দলগুলো: দৈনিক জনকন্ঠ, দি ইন্ডিপেনডেন্ট, আমাদের সময়, মাছরাঙা টিভি, চ্যানেল ২৪, কালের কন্ঠ, ঢাকা ট্রিবিউন, গাজী টিভি, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, নিউজ ২৪, যুগান্তর, সময় টিভি, চ্যানেল আই, জাগোনিউজ ২৪.কম, বৈশাখী টিভি, যমুনা টিভি, বাসস, সমকাল, এটিএন বাংলা, দৈনিক সংবাদ, বাংলাভিশন, একুশে টিভি ও নয়া দিগন্ত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!