• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত


কুষ্টিয়া প্রতিনিধি এপ্রিল ২১, ২০১৭, ১০:১৬ এএম
কুষ্টিয়া চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত

কুষ্টিয়া: দীর্ঘ চার বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্যবসায়ীদের প্রধান সংগঠন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) কুষ্টিয়া শহরের বড় বাজারস্থ চেম্বার ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিন চলে ভোট গ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়।

সকাল থেকে ভোট দিতে যান কুষ্টিয়া-৩ কুমারখালী-খোকসা আসনের এমপি আব্দুর রউফ ও তার সহধর্মীনি জান্নাতুল নাহার, বিআরবি কেবল এন্ড ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, সাবেক এমপি আলহাজ্ব মেহেদী আহামেদ রুমি, কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী, জেলা জাসদ সভাপতি আলহাজ গোলাম মহসীন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,  ব্যবসায়ী ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালীউল বারী চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ীগণ।

শেষ মুহুর্তেও প্রার্থীরা ভোটারদের মন জয় করতে চেষ্টা চালিয়েছেন। ৮৮৫ জন ভোটারদের মধ্যে ৮১২ জন ভোটার ১২টি পদের জন্য তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে দুটি প্যানেল থেকে ২৪ জন ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ২৮ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে ১২ জন পরিচালক নির্বাচিত করেছেন ভোটাররা। আগে ৯টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচন হয়েছে। এ নির্বাচনের পর ২১ জন পরিচালক সভাপতি, সহ-সভাপতি নির্বাচিত করবেন। প্রধান নির্বাচন কমিশনে দায়িত্বে রয়েছেন কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মীর সানোয়ার হোসেন।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃংলাবাহিনী নিয়োজিত করা হয়েছিল। ভোট গ্রহণ শেষে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ভোট গণনা সম্পন্ন হয়।

নির্বাচনে মো. মোকারম হোসেন মোয়াজ্জেম ৫৫১ ভোট পেয়ে প্রথম হয়েছেন, এসএম আলমগীর হোসেন আলম ৫৪৯ ভোট পেয়ে ২য় হয়েছেন, হাজী মো. ওমর ফারুক ৫৩৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন, হাজী মো. রবিউল ইসলাম ৫১৯ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন, খন্দকার জিয়াদুল হক ৫১২ ভোট পেয়ে ৫ম হয়েছেন, মো. পারভেজ আনোয়ার তনু ৪৯২ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন, হাজী মো. আখতারুজ্জামান ৪৬৪ ভোট পেয়ে ৭ম হয়েছেন, মো. সাইফুল আলম ৪৫২ ভোট পেয়ে ৮ম হয়েছেন, মো. শহিদুল ইসলাম ৪৩৭ ভোট পেয়ে ৯ম হয়েছেন, মো. জাকিরুল ইসলাম ৪১৬ ভোট পেয়ে ১০ম হয়েছেন, মো. আব্দুল কাদের জুয়েল ৩৯১ ভোট পেয়ে ১১তম হয়েছেন ও মো. নজরুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে ১২তম হয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!