• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ত্র মামলায় কুষ্টিয়ায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৩:৩৪ পিএম
অস্ত্র মামলায় কুষ্টিয়ায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া : অস্ত্র মামলায় তিনজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের গোলাম সরোয়ার হানিফ, ফয়জুল্লাহপুর এলাকার আহাদ প্রামাণিক ও পান্না সরদার। রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ৭ জুলাই ভেড়ামারা থানায় এ অস্ত্র মামলা দায়ের করা হয়। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপজেলার পদ্মা নদীর রাইটা এলাকায় একটি বালি বোঝায় ট্রলারে অভিযান চালিয়ে ৩টি অবৈধ এলজি ও ১০ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করে এবং আসামিদের আটক করে।

পরে মামলার দীর্ঘ বিচারকার্য শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার দুপুরে আদালত এ রায় দেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!