• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের


কুষ্টিয়া প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০১৮, ০৪:৪৩ পিএম
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

কুষ্টিয়া : জেলায় জরাজীর্ণ সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে মানুষদের। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের বটতৈল মোড় সংলগ্ন একটি বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ওমর আলী (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট দোস্তপাড়া এলাকার মৃত অনাথের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, দুপুরে দিকে নির্মাণ শ্রমিক ওমর আলী একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনে করে কুষ্টিয়া থেকে বটতৈল অভিমুখে যাচ্ছিল। এ সময় একটি বালির ট্রাক নসিমনকে ধাক্কা দিলে ওমর আলী রাস্তায় ছিটকে পড়ে। এতে সে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কেরও বেহালদশায় খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে যাত্রীবাহী একটি বাসের চাকা খুলে সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!