• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় দুই ইটভাটা মালিককে জরিমানা


কুষ্টিয়া প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৮, ০৯:৩৫ পিএম
কুষ্টিয়ায় দুই ইটভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়া: সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ. মুহাইমিন আল জিহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে তাদের এ জরিমানা করা হয়।

তিনি জানান, সরকারি নিষেধ অমান্য করে কাঞ্চনপুর এলাকায়  দুইটি ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় দুই ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. মিজানুর রহমানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নিদের্শনায় সেখানে অভিযান চালানো হয়। এসময় কাঞ্চনপুর এলাকায়র বিশ্বাস ব্রিকসের মালিককে এক লাখ টাকা ও  রায়হান ব্রিকসের মালিককে দেড় লাখ জরিামানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!