• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় নকল ঔষধ তৈরীর কারখানার সন্ধান


কুষ্টিয়া প্রতিনিধি আগস্ট ১৪, ২০১৬, ০৫:২৩ পিএম
কুষ্টিয়ায় নকল ঔষধ তৈরীর কারখানার সন্ধান

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক নকল ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় পুলিশ বিপুল পরিমান যৌন উত্তেজক নকল ঔষধ উদ্ধার করে। রোববার (১৪ আগস্ট) সকালে শহরের হাউজিং সি- ৬ ব্লকে এ অভিযান চালায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। 

পরে মালিক জাকির হোসেনের স্ত্রী বীনা খাতুনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ। 

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ জানায়,  সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল শহরের হাউজিং সি ব্লক এলাকায় অভিযান চালায়। এসময় জাকির হোসেনের বাড়ীতে যৌন উত্তেজক নকল ঔষধ কারখানা সন্ধান পান। সেখানে অভিযান চালিয়ে ৩১০ বোতল জিনসেন, ৪২৫ বোতল সেভেন হর্স পাওয়ার জব্দ করে। এসময় জাকির পলাতক থাকায় তার স্ত্রী বীনা খাতুনকে আটক করে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!