• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে


কুষ্টিয়া প্রতিনিধি আগস্ট ১২, ২০১৬, ০৭:৫৫ পিএম
কুষ্টিয়ায় পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

সরকারি সিদ্ধান্তে দেশে বাধ্যতামূলক পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও ভালো দাম পাওয়ায় কুষ্টিয়ায় গত বছরের তুলনায় এবার পাটের আবাদ লক্ষ্যমাত্র ছাড়িয়েছে। এদিকে পাটের ভাল দাম পেয়ে খুশি কৃষক। 

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, গত বছর জেলায় মোট ৯১ হাজার ২৯৪ একর জমিতে পাটের চাষ হয়েছিল। এবার হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৬৪ একর জমিতে। সে হিসাবে এ বছর জেলায় পাট চাষ বেড়েছে ১৩ শতাংশ। চলতি বছর জেলায় পাট চাষে শীর্ষে রয়েছে দৌলতপুর। এ উপজেলায় ৪১ হাজার ৯৯০ একর জমিতে পাটের আবাদ হয়েছে। এ ছাড়া মিরপুরে ২১ হাজার ৭৩৬ একর, কুমারখালীতে ১৩ হাজার ৩৩৮ একর, ভেড়ামারায় ১০ হাজার ৮৬৮ একর, খোকসায় ৯ হাজার ৩৮৬ একর ও কুষ্টিয়া সদরে ৬ হাজার ৪৪৬ একর জমিতে পাট চাষ হয়েছে। গতবারের মতো এবারও পাটের ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

জেলা পাট অধিদফতরের মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস বলেন, গত বছর জেলায় ৪ লাখ ৫৬ হাজার ৪৭০ বেল (১৮২.২৫ কেজি) পাট উৎপাদিত হয়েছিল। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৮ হাজার ৮২০ বেল। অধিদফতর বলছে, গতবার পাটের ফলন যেমন বেশি হয়, তেমনি দামও ভালো পেয়েছেন কৃষকেরা। বাজারমূল্য মণপ্রতি ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। ফলে পাটচাষিরা বেশ লাভবান হয়েছেন। এবারও তাঁরা লাভের আশা করছেন। কারণ, সরকার ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সারসহ ছয়টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। ফলে বাজারে এখন পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা। তাই এ বছর পাটের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাটচাষি আব্দুল মান্নান বলেন, গত বছর তিনি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। বিঘাপ্রতি নয় মণ পাট হয়েছিল। দুই হাজার টাকা মণ দরে বিক্রি করে বেশ লাভ ঘরে তুলেছিলেন তিনি। তাই এবার সাত বিঘা জমিতে পাট চাষ করেছেন।  

কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক হায়াত মাহমুদ বলেন, ছয়টি পণ্য বিপণনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তে দেশে পাটের চাহিদা ব্যাপক বেড়েছে। এ কারণে কৃষকেরা বেশি বেশি করে পাটের আবাদ করেছেন। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!