• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পৃথক হত্যা মামলায় ৩জনের মৃত্যুদণ্ড


কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ২০, ২০১৭, ০৫:২২ পিএম
কুষ্টিয়ায় পৃথক হত্যা মামলায় ৩জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক হত্যা মামলায় ৩জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ মার্চ) জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, জেলার মিরপুর উপজেলার সেন্টু শেখ, মাহাবুল ইসলাম ও শিহাব উদ্দিন শিশির।

রায় ঘোষনার সময় শিশির ছাড়া বাকি দুজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ভ্যানচালক নিশানকে ভাড়া নেয়ার নাম করে ডেকে নিয়ে যায় দূর্বৃত্তরা। পরে নিশানকে পাশ্ববর্তী জিকে ক্যানেলের পাশে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখে দূর্বৃত্তরা। ওই ঘটনায় নিশানের বাবা মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এছাড় ২০১৩ সালের অপর একটি মামলায় শিহাব উদ্দিন শিশির নামে এক কলেজছাত্র তার স্ত্রী স্নিগ্ধাকে শ্বাসরোধে হত্যা করে।

ওই ঘটনায় স্নিগ্ধার বড় ভাই বাদি হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!