• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন


কুষ্টিয়া প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০১৬, ০৬:১৬ পিএম
কুষ্টিয়ায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জহির রায়হান।

এসময় তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। আবার অনেক বড় বিষয়কে সংক্ষিপ্ত আকারে জাতির সামনে তুলের ধরাও সাংবাদিকদের কাজ। একটি দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা বেশী গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধিতে পিআইবির এ উদ্যোগ প্রশংসনীয়।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগ) আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুপর্ণা রানী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন সাগর, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোহম্মদ আলী জোয়ার্দ্দার, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস। পরে জেলা প্রশাসকসহ অতিথিরা প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

সমাপনী দিনের প্রশিক্ষণ কর্মশালায় একাডেমিক প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর রুহুল আমিন রুশদ। এতে সমন্বয়কারী ছিলেন, পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান। প্রশিক্ষণে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!