• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচনের ফলাফল মেনে নেবে আ.লীগ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০১৭, ০৬:০৬ পিএম
কুসিক নির্বাচনের ফলাফল মেনে নেবে আ.লীগ

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল -আলম হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, এর আগের নির্বাচনে বিএনপি দাবি করেছে, নির্বাচনে ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ এ রকম কিছুই আমরা দেখিনি। তখনও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এবারও এর ব্যতিক্রম হয়নি।নির্বাচনে ফলাফল যা হোক আওয়ামী লীগ তা মেনে নেবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতেই নানা মিথ্যাচার করছে। এর আগের নির্বাচন গুলোতেও বিএনপি মিথ্যাচার করেছে। বিএনপির উদ্দেশই হলো নির্বাচনকে বিতর্কিত করা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি জহির আহমেদের সভাপতিত্বে সভায় আরও  উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

 

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর

Wordbridge School
Link copied!