• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘কুসিক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা হবে’


কুমিল্লা প্রতিনিধি মার্চ ২৫, ২০১৭, ০১:২০ পিএম
‘কুসিক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা হবে’

কুমিল্লা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক চর্চা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (২৫ মার্চ) কুমিল্লায় আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে কখনো কখনো গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয়েছে। এই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান।

কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুমিল্লার পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো: আহসানুজ্জামান, র‌্যাব-১১ এর সিপিসি-২এর কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা কাইজার।

কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এর তত্ত্বাবধানে কুমিল্লা জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন সংশ্লিষ্ট প্রায় দেড় হাজার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!