• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুসিকে সদ্য নির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার


কুমিল্লা প্রতিনিধি এপ্রিল ২১, ২০১৭, ০১:০৬ পিএম
কুসিকে সদ্য নির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত এক সিটি কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নগরীর ঠাকুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি মামলায় তাকে আটক করা হয়েছে এ বিষয়ে কোন তথ্য দেয়নি কোতয়ালী থানা পুলিশ।

সংশ্লিষ্ট সুত্র জানায়, নগরীর ঠাকুর পাড়া এলাকার একটি বাড়িতে ৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবুসহ কয়েক জন অবস্থান করছিলো। রাত সাড়ে ১১টায় ওই বাড়িতে তল্লাশি চালায় কোতয়ালী থানা পুলিশ। এসময় বাবুকে আটক করে নিয়ে যায়।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একরাম হোসেন বাবু ৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নির্বাচিত হন। তিনি জামাতের রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে কুমিল্লা সদর কোর্টে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক উপাদান, সন্ত্রাস বিরোধী ও নরী-শিশু নির্যাতন দমন আইনে ২টিসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে জানা যায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!