• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রসঙ্গ খালেদার জামিন

কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৮, ১২:৪৪ পিএম
কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ

ঢাকা : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের কাছে বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, সরকার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে।

বুধবার (২১ মার্চ) বিকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ অভিযোগ করেন দলের নেতারা। এ বৈঠক থেকে বেরিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের কিছু বলেনি।  

ওই নেতা আরো জানান, কারাবন্দি খালেদা জিয়াকে কারাগারে রেখে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা, সরকারের আরেকটি একতরফা নির্বাচনের অপচেষ্টাসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তাদের কাছে তুলে ধরা  হয়েছে।

পরে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করেছেন।

ওই বৈঠকে নরওয়ের প্রতিনিধি জানতে চান বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না? এর জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দলের চেয়ারপারসন কারাগারে। তাকে জামিন দেওয়া হচ্ছে না। নেতাকর্মীরা জেল-জরিমানার শিকার। বিএনপি কোনো কর্মসূচি পালন করতে পারছে না। এ অবস্থায় বিএনপি কীভাবে নির্বাচনে অংশ নেবে।

বৈঠকে আরো ছিলেন মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, তাবিথ আউয়াল।

বৈঠকে সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া, নরওয়ে, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূতরা অংশ নেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!