• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক আজ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০১৬, ১২:১৪ পিএম
কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক আজ

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বিএনপির অবস্থান এবং এর বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির উদ্যোগ সম্পর্কে অবহিত করার জন্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যদিও দলের প্রেস উইং থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৈঠক হলেও হতে পারে। তবে এ বিষয়ে আমি কিছু জানি না।’

দলের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার বিকেলেই বৈঠকটি হচ্ছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কূটনৈতিক বিষয় দেখভাল করেন এমন নেতারা থাকছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!