• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিবেদক, সিলেট এপ্রিল ১১, ২০১৮, ১১:২৮ এএম
কৃষিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

সিলেট: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসের প্রধান ফটকে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি কোটা সংস্কার নিয়ে মন্ত্রীদের করা মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় মঙ্গলবার রাতে ঢাকা বিশ্বদ্যালয়ের ছাত্রীদের হলে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তারা।

শিক্ষার্থী জানান, অনির্দিষ্টকালের জন্য তাঁরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।  শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসন কেন বাঁধা দিবে।

অন্য শিক্ষার্থীরা জানান, আমরা নায্য দাবি জন্য আন্দোলন করছি। এর জন্য আমরা রাজাকার?। সংসদে কৃষিমন্ত্রী যে আন্দোলন কারীদের যে মন্তব্য করেছেন। আমরা তার প্রত্যাহার চাই। সেই সঙ্গে আমাদের যে ভাইদের আটক করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!