• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেন দল পেলেন না ইশান্ত ফাঁস করলেন গম্ভীর


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৪:৪৯ পিএম
কেন দল পেলেন না ইশান্ত ফাঁস করলেন গম্ভীর

ফাইল ফটো

ঢাকা: আইপিএলের দশম আসরে খেলতে পারবেন না ইশান্ত শর্মা। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেঙ্গুলুরুর নিলামে তাকে যে কোন ফ্রাঞ্চাইজিই ডাকেনি। কেন ইশান্তর মত একজন বোলার দল পেলেন না সেটা এক রহস্য!

কিন্তু কলকাতা নাইট রাইডার্স ( কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীর ইশান্ত কেন দল পেলেন না তার কারণ ফাঁস করে বলেছেন,‘ ২ কোটি রুপি বেস প্রাইস রাখা উচিৎ হয়নি ইশান্তর। প্রথমত ইশান্ত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলে না। দ্বিতীয়ত সাদা বলে খেলার অভিজ্ঞতা নেই। শুধু মাত্র  টেস্ট খেলে এত টাকা বেস প্রাইস রাখায় ওকে কোন দল নিতে চাইনি।’

গম্ভীরের পরিস্কার মত বেস প্রাইস কম রাখলে ইশান্তর দল পেতে সমস্যা হত না।

তিনি বলেন,‘ ইশান্তের উচিৎ ছিল বেস প্রাইস ২০ লাখের আশেপাশে রাখা। বরুণ অ্যারণ বেস প্রাইস কম রাখায় দল পেয়েছে। কিন্তু ইশান্তের বেলায় এমনটা ঘটেনি। অথচ বোলার হিসেবে বরুণের চেয়ে গুনেমানে ইশান্তই এগিয়ে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!