• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেন বিয়ে গোপন করেন বিবাহিতরা?


লাইফস্টাইল ডেস্ক জানুয়ারি ৩, ২০১৮, ০৭:০৯ পিএম
কেন বিয়ে গোপন করেন বিবাহিতরা?

ঢাকা : সাধারণত সবাইকে জানিয়ে কিংবা অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিয়ে সম্পন্ন হয়ে থাকে। এখানে ঝলমলে উৎসবের মেজাজ, খাওয়া-দাওয়া এবং নবদম্পতির খুনসুটিসহ অনেক কিছুই হয়ে থাকে। এত কিছুর পরও অনেক দম্পতিদের দেখা যায় বিয়ের পর গোপনীয়তার নাটক। নিজের বর্তমান অবস্থা এবং সমাজে স্বীকৃতির দেওয়ার সংকটে বিয়ে গোপন করে বহু প্রণয়ের ঘটনা ঘটছে। সম্ভাব্য যেসব কারণে বিবাহিতরা বিয়ের বিষয় গোপন করে থাকেন নিচে তা তুলে ধরা হলো-

রুপালি পর্দার তারকার মধ্যে এই স্বভাব লক্ষ্য রাখা যায় বেশি। অবশ্য এই স্বভাব আর তারকাদের মধ্যে সীমাবদ্ধ নেই। অন্যান্য পেশার মানু্ষের মধ্যেও গোপনীয়তা অবলম্বন করতে দেখা যায়।

আঠারো বছরের আগে বিয়ে করলে, আইনি ঝামেলা এড়ানোর জন্য কেউ কেউ বিয়ে করেও গোপন রাখে।

‌প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কুচক্রে বিয়ে ভেঙে যেতে পারে এই আশঙ্কায় অনেকে বিয়ে গোপন রাখেন।

‌অভিভাবকরা অনেক সময় সব প্রেমের সম্পর্ক মেনে নেয় না। সম্পর্ক ভাঙার আশঙ্কায় দেখা যায়। ফলে প্রেমিক–প্রেমিকা বিয়ে গোপন রাখছে।

চাকরি করতে অনেকে দেশ-বিদেশে যায়। ওই সময় দেখা যায় সাময়িকভাবে অনেকে গোপনে বিয়ে করে ফেলেন। সেই খবর সবাইকে জানান না।

‌দীর্ঘদিনের বৈবাহিক জীবনে সন্তান হয়নি বা দেখা গেছে পর পর কন্যা সন্তান হয়েছে। সেই সময় প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদে রাজি হচ্ছেন না। তখন গোপনে আরেকটি বিয়ে করছেন অনেকে।

এমন অনেক পেশা আছে বা সাংসারের দায়িত্ব নিতে গিয়ে সময় মতো বিয়ে করতে পারেন না। সে ক্ষেত্রে এমনও খবর পাওয়া যায় ওই ব্যক্তি গোপনে আগেই বিয়ে করেছেন অনেক আগেই।

❏‌ সুন্দরের প্রতি আকর্ষণ মানুষের থাকে। পাশাপাশি যদি খোলামেলা যৌনতার হাতছানি থাকে তাহলে তো কথাই নেই। দেশ-বিদেশে ব্যবসা বা চাকরির সুবাদে অনেকে বাইরে থাকেন। সেখানে প্রতিপত্তি বাড়ানোর জন্য অনেকের গোপনে নানা জায়গায় বিয়ে করার খবর পাওয়া যায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!