• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেন বোলিং করতে চান মুশফিক, শুনলে অবাক হবেন!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৪:২১ পিএম
কেন বোলিং করতে চান মুশফিক, শুনলে অবাক হবেন!

ঢাকা: গত কিছুদিন হল মুশফিকুর রহীমের কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত সফরে সেই প্রশ্ন আরও বড় হয়ে দেখা দিয়েছে। বল হাতে জমিয়ে ঋদ্ধিমান সাহার উইকেট দুবারের প্রচেষ্টার পরও ভেঙে দিতে পারেননি মুশফিক। নতুন জীবন পেয়ে সেঞ্চুরি করে তবেই মাঠ ছেড়েছেন তিনি।

দলের সেরা ব্যাটসম্যান মুশফিক। তারওপর অধিনায়কত্বের ভার। আবার কিপিংও সামলাতে হয়। এই ত্রিমুখী চাপ কী সামলাতে পারছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক? এরকম প্রশ্নের উত্তর মুশফিক বরাবরের মত রোববারও কভার ড্রাইভ করে বাউন্ডারিতে পাঠালেন। শুধু পাঠালেনই না বলে দিলেন দলের প্রয়োজনে তিনি বল হাতেও তুলে নিতে রাজি আছেন।

তার মানে বোঝাই যাচ্ছে, সহসা মুশফিক কিপিংটা ছাড়তে চান না। বরং তিনি উইকেটের পেছনে দাঁড়ানোটা উপভোগই করছেন,‘অবশ্যই এই কাজটি আমি উপভোগ করি। আমার তো বোলিং করতেও  ইচ্ছা করে, তাতে যদি দল আরেকটু উপকৃত হয়। এই সিদ্ধান্ত নেবেন কোচ, টিম ম্যানেজম্যান্ট ও বিসিবি। তারা যা ভালো মনে করবে সেটাই করবে। আমাকে চিন্তা করতে হবে দলের জন্য কোনটাতে বেশি অবদান রাখতে পারি। আমি মনে করি, ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে দলে অবদান রাখছি।’

নিউজিল্যান্ড সফরের পর ভারত সফরেও উইকেটকিপিংয়ে ভুল হয়েছে মুশফিকের। সেটা মেনে নিয়ে টেস্ট অধিনায়ক বলছেন, ভুল কার না হয়, সবারই তো ভুল হয়,‘ ভুল তো সবাই করে থাকে। বিশ্বে এমন কোনও উইকেটকিপার নেই যে  ভুল করে না। আমার চোখে দেখা সাহা (ঋদ্ধিমান) এখন সেরা উইকেটকিপার। ওর সবকিছুই অনুসরণ করার চেষ্টা করি। ইংল্যান্ডের বিপক্ষে এবং আমাদের বিপক্ষেও সে মিস করেছে। শুধু আমি নই, দলের সবাই শতভাগ চেষ্টা করে দলে অবদান রাখতে।  অনেক সময় হয়, অনেক সময় হয় না।’

এবার বোলিং আক্রমণ নিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছেন মুশফিক তাতে ভালো কিছু করার জন্যই তিনি মুখিয়ে আছেন। সেটা সংবাদমাধ্যমে অকপটে বলেও দিয়েছেন,‘ আমাদের বোলাররা অনভিজ্ঞ, যত খেলবে তত শিখবে। তারা কিন্তুু অনেক সুযোগ তৈরি করছে। সেগুলো কাজে লাগাতে না পারলে ভালো করা কঠিন। তবে আমার বিশ্বাস আছে আমাদের বোলিং আক্রমণ এবার ভালো হবে। অধিনায়ক হিসেবে বলব, শক্তিশালি বোলিং আক্রমণ নিয়েই আমরা যাচ্ছি। মোস্তাফিজ-মিরাজ-সাকিব সেরাটা দিতে পারলে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। সব সুযোগ কাজে লাগাতে পারলে ফল আমাদের পক্ষে আসবে। ২০ উইকেট নেওয়া অবশ্যই সম্ভব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!