• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেন মেয়েদের চুলে হাত দিতে নেই ছেলেদের?


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ১৫, ২০১৭, ১১:৩৩ এএম
কেন মেয়েদের চুলে হাত দিতে নেই ছেলেদের?

ঢাকা: কেন মেয়েদের চুলে হাত দিতে নেই ছেলেদের? গ্রামাঞ্চলে অনেক প্রথার মধ্যে এখনো একটা প্রথা চালু রয়েছে। সেটি হলো কোনো পুরুষের কোনো নারীর  চুলে হাত দিতে নেই৷ শুধুমাত্র অপরিচিত পুরুষের জন্য এটা বলা হচ্ছে না৷ এর মানে এমনকী তারা আত্মীয় হলেও এই প্রথা প্রযোজ্য ৷ কেন এমন প্রথা তার পেছনে নাকি রয়েছে বৈজ্ঞানিক কারণও।

সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, চুলের গোড়ায় থাকে সেক্স গ্রন্থি৷ যার ফলে চুলে হাত দিলে বা ধরলে কামনার উদ্রেক হতে পারে ৷ কিন্তু যৌনতার ক্ষেত্রেও স্থান কাল পাত্র বিশেষ রয়েছে ফলে তা স্বাভাবিক জীবনে যেকোনো সময়ে মোটেই কাম্য নয়৷ সেই কথা মাথায় রেখেই এই প্রথার প্রচলন আর স্বাভাবিক নিয়মে এই প্রথা পরবর্তী সময়েও গ্রহণ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!