• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, প্রাণহানি ১০


আন্তর্জাতিক ডেস্ক জুন ৭, ২০১৮, ০৮:২২ পিএম
কেনিয়ায় বিমান বিধ্বস্ত, প্রাণহানি ১০

ঢাকা: পূর্ব অফ্রিকার দেশ কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বেসরকারি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (৫ জুন) দুপুরের দিকে বিমান সংস্থা ইস্ট আফ্রিকান সাফারি এয়ার এক্সপ্রেস দেশটির পশ্চিমাঞ্চলের কিতালে শহর থেকে উড্ডয়নের ৮০ মিনিট পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার (৭ জুন) কেনিয়ার মধ্যাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

বিমানসংস্থা সাফারি এয়ার এক্সপ্রেস ও কেনিয়া সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বিধ্বস্ত বিমানটির ১০ যাত্রী ও আরোহীর সবাই মারা গেছেন।

নিহতদের স্বজনদের আহাজারি

কেনিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখ্য সচিব পল ম্যারিনগা বলেছেন, এটা দুঃখজনক খবর, আমাদের কাছে প্রাপ্ত তথ্য মতে বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। নিহতদের পরিবারকে এ ব্যাপারে জানানো হয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

বৃহস্পতিবার (৭ জুন) সকালের দিকে এনজাবিনি শহরের আবেরডেয়ারস পর্বতে সাফারি এয়ার এক্সপ্রেসের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পায় একটি নজরদারি বিমান। পরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিধ্বস্ত বিমানটির। সূত্র: এএফপি

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!