• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেনো এতো প্রেম জাগে?


মোছাদ্দেক হোসেন নভেম্বর ২৮, ২০১৭, ০৭:১০ পিএম
কেনো এতো প্রেম জাগে?

কেনো এতো প্রেম জাগে?

কেনো এতো প্রেম জাগে ?
মাতাল হাওয়ার সমীরণে
দুষ্টু ছেলের দলে মিশে
ধূলা হয়ে ঘূর্ণিপাকে।

কেনো এতো প্রেম জাগে?
কাঁশফুলের সাদা রঙে
ঘর বানিয়ে পড়শি হয়ে 
বকের বেশে মিশে যেতে। 

কেনো এতো প্রেম জাগে?
আঁকাবাঁকা মেঠো পথে
সবুজের সমারোহে 
ব্যকুল হয়ে মন হারাতে।

কেনো এতো প্রেম জাগে?
নদ-নদী মাঠ পাহাড়ে
ফুলে ফুলে উড়ে উড়ে
ভ্রমর হয়ে গুঞ্জনিয়ে।

কেনো এতো প্রেম জাগে?
পুকুরের ঢেউয়ে ঢেউয়ে
হাঁসদের কলতানে 
গা ভাসিয়ে মন জুড়াতে।

কেনো এতো প্রেম জাগে ?
শিমুল পলাশ জবা মেখে
কৃষ্ণচূড়ার রঙ নিয়ে
হৃদয়ে সং সাজাতে।

কেনো এতো প্রেম জাগে?
বিকেলের সূর্যালোতে 
দূর আকাশে মেঘের ভেলায়
আনমনে ভেসে যেতে।

কেনো এতো প্রেম জাগে ?
ঘাটে বাঁধা ডিঙি নায়ে
মাঝি হয়ে গলা ছেড়ে 
বাউল বেশে সুরে সুরে।

কেনো এতো প্রেম জাগে?
মেঘকালো আঁধার রাতে
বাঁশ বাগানে ঝাঁউয়ের বনে 
জোনাকির আলো হতে।

কেনো এতো প্রেম জাগে?
দোয়েল শালিক ফিঙে নাচে
কোকিল হয়ে কুহু সুরে
আনন্দে মন মাতাতে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!