• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেপ টাউন ফ্র্যাঞ্চাইজি কিনলেন শাহরুখ খান


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০১৭, ০৫:৫৫ পিএম
কেপ টাউন ফ্র্যাঞ্চাইজি কিনলেন শাহরুখ খান

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় কথা কারও অজানা নয়। সেই পরিপেক্ষিতেই বাংলাদেশে বিপিএল, পাকিস্তানে পিএসএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ এবং ওয়েস্ট ইন্ডিজে সিপিএল চালু হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাও নেমে পড়েছেন সেই দৌড়ে। চলতি বছরেই আট দলের ফ্র্যঞ্চাইজি নিয়ে দক্ষিণ আফ্রিকা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু করতে যাচ্ছে দেশটি। বলিউড বাদশা শাহরুখ খানও বসে নেই। এরইমধ্যে একটি দল কিনে ফেলেছেন তিনি।

সোমবার লন্ডনে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগের দল ও তাদের মালিকদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে। আটটি দলের মালিকদের মধ্যে দক্ষিণ আফ্রিকান মালিক মাত্র দুইজন। শাহরুখ খান আইপিএল, সিপিএলের পর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল কিনেছেন। এছাড়া পিএসএলের মালিকদেরও দেখা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে। আগস্টে ৪০০ জন ক্রিকেটার নিয়ে নিলাম অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মত আয়োজিতব্য এই লিগে অংশ নিচ্ছে ডারবান, বেনোনি, প্রিটোরিয়া, স্টেলেনবোশ, কেপ টাউন, ব্লোয়েমফন্টেইন, জোহানেসবার্গ ও পোর্ট এলিজাবেথ নামে আটটি দল। দ্য কেপ টাউন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে আছেন বলিউডের হার্টথ্রব শাহরুখ খান। এছাড়া আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলসের মালিক জিএমআর স্পোর্টস পেয়েছে জোহানেসবার্গের মালিকানা। পিএসএলে লাহোর কালান্দার্সের মালিক ফাওয়াদ রানা পেয়েছেন ডারবানের মালিকানা। ও বেনোনির মালিকানা পেয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

৮ জন অ্যাম্বাসেডরের নামও প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তারা হলেন- গ্রায়েম স্মিথ, অ্যান্ড্রু হল, অ্যাসোয়েল প্রিন্স, হার্শেল গিবস, পল অ্যাডামস, অ্যালান ডোনাল্ড, অ্যান্ড্রু হুডসন ও পল হ্যারিস।

একনজরে আটটি দল ও তাদের আইকন ক্রিকেটার

ফ্র্যাঞ্চাইজি          আইকন ক্রিকেটার

ডারবান               হাশিম আমলা

বেনোনি               কুইন্টন ডি কক

প্রিটোরিয়া            এবি ডি ভিলিয়ার্স

স্টেলেনবোশ         ফাফ দু প্লেসিস

কেপ টাউন           জেপি ডুমিনি

ব্লোয়েমফন্টেইন      ডেভিড মিলার

জোহানেসবার্গ        কাগিসো রাবাদা

পোর্ট এলিজাবেথ    ইমরান তাহির।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!