• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেমন পুরুষ পছন্দ আজকের নারীদের?


লাইফস্টাইল ডেস্ক জুন ৫, ২০১৬, ০৬:৪২ পিএম
কেমন পুরুষ পছন্দ আজকের নারীদের?

যুগ পাল্টাচ্ছে! আজকের দিনের মহিলারা আর বাড়িতে এমন কথা শুনে বড় হন না যে, তাঁদের জন্মই হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য৷ স্বামীর ঘরই তাঁদের নিজের ঘর কিংবা পুরুষরাই কেবল যোগ্য স্ত্রী নির্বাচন করতে পারেন- এমন কথা আজকের দিনে শুধু পুরনোই নয়, যথেষ্ট অপ্রাসঙ্গিকও৷
সমাজব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহিলাদের শিক্ষা এবং ভাবনাচিন্তায় যে পরিবর্তন এসেছে, তা তাঁদের নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করার স্বাধিকার দিয়েছে৷ তাই আজকের নারী বিয়ের জন্য নিজের কেমন পুরুষ পছন্দ তা খোলাখুলি জানাতে পারেন৷
পেশায় ইঞ্জিনিয়ার পায়েল জানিয়েছেন, ‘এমন কারও সঙ্গেই জীবন কাটাতে চাই যিনি একজন মহিলার আনকনভেনশনাল ভাবমূর্তিকে মেনে নিতে পারবেন৷ একজন মহিলা অফিসে যান, পার্টি করেন, বেলা অবধি ঘুমাতে পছন্দ করেন- এমন ধরনের অভ্যেস যদি কোনও পুরুষ মেনে নেন তবে তিনি আমায় বিয়ে করতে পারেন৷’
পায়েলের মতো আধুনিক ভারতীয় মহিলাদের মধ্যে একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, এই আধুনিক নারীরা বিশেষ কিছু গুণ খোঁজেন ভালবাসার মানুষের মধ্যে৷ সেই গুণগুলি থাকলেই তাঁদের বিয়ের ক্ষেত্রে বিশেষ কোনও আপত্তি থাকে না৷
পুরুষের সেই বিশেষ গুণের কথাই রইল এই প্রতিবেদনে৷

১. আত্মবিশ্বাস
আত্মবিশ্বাসী পুরুষরা সহজেই মহিলাদের মন জয় করতে পারেন৷ যে পুরুষ নিজেকে বিশ্বাস করেন, তাঁদেরকে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল বলে মনে করেন মহিলারা৷ তাই বিয়ের জন্য আত্মবিশ্বাসী পুরুষই তাঁদের প্রথম পছন্দ৷

২. লিঙ্গভেদ না করে মানুষকে সম্মান
ব্যক্তি হিসাবে একজন মহিলাকে কোনও পুরুষ ঠিক কতটা সম্মান করেন, তা আধুনিক মহিলারা বিশেষভাবে লক্ষ্য করেন একজন পুরুষের মধ্যে৷ একজন পুরুষ একজন নারীকে একজন মানুষ হিসাবে সম্মান করেন কি না, তা খতিয়ে দেখা তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷

৩. আর্থিক নিরাপত্তা
একজন মহিলা নিজে যতই আর্থিকভাবে স্বাধীন হোন না কেন, লক্ষ্যহীন, কুঁড়ে পুরুষ তাঁরা কখনই পছন্দ করেন না| তাই যে পুরুষ নারীকে আর্থিক নিরাপত্তা প্রদান করতে অক্ষম, তেমন পুরুষ মহিলাদের নাপছন্দ৷ আধুনিক নারীর মন পেতে গেলে নিজের কেরিয়ারে উন্নতি করা বাধ্যতামূলক৷

৪. রূপ
আগেকার দিনে বিবাহযোগ্য পুরুষকে নিয়ে একটি কথা প্রচলিত ছিল৷ ‘সোনার আংটি বাঁকা হলেও তার মান কমে না৷’ অর্থাৎ নারীর মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যে কোনও খামতি আছে কিনা তা খুঁটিয়ে দেখা হলেও, পুরুষের রূপ নিয়ে কোনো মন্দ কথা বলা হত না৷ কিন্তু আজকের আধুনিক মহিলার কাছে পুরুষের চেহারা এবং সৌন্দর্য গুরুত্বপূর্ণ৷ তাই পার্টনার নির্বাচনের ক্ষেত্রে তাঁরা পুরুষের রূপের দিকেও অবশ্যই নজর দেন৷

৫. রসবোধ এবং সামাজিকতা
একজন মানুষ সকলের সঙ্গে মিশতে পারেন কিনা, বন্ধুমহলে হাসিঠাট্টা করেন কিনা, নিজে হাসতে এবং অন্যকে হাসাতে পছন্দ করেন কি না- সেই বিষয়গুলি আজকের নারীর কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ যে পুরুষের রসবোধের অভাব রয়েছে এবং যিনি সামাজিক নন, তাঁদের আজকের নারী মোটেই নিজের স্বামী হিসাবে মেনে নিতে পছন্দ করবেন না৷ সূত্র: সংবাদ প্রতিদিন

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!