• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেমন হবে বাংলাদেশের ফাইনাল একাদশ?


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০১৮, ০৮:৪১ পিএম
কেমন হবে বাংলাদেশের ফাইনাল একাদশ?

ফাইল ছবি

ঢাকা : লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশের সবকিছু যেন ওলটপালট হয়ে গেছে। এই ম্যাচটি বাদ দিলে ত্রিদেশীয় সিরিজের শুরু থেকে টগবগ করে ফুটছিল মাশরাফি বিন মুর্তজার দল। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচে বাড়তি স্পিনার নিয়ে খেলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়েছে বাড়তি পেসার। ফাইনালের একাদশ কী রকম হবে? এই কৌতুহল সবার মধ্যেই রয়েছে। নাকি চণ্ডিকা হাথরুসিংহেকে চমকে দিয়ে বিকল্প পথে হাঁটবে বাংলাদেশ।

ম্যাচের আগের দিন শুক্রবার মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল কেমন হতে যাচ্ছে ফাইনালের বাংলাদেশ একাদশ? তিনি আগ বাড়িয়ে কোনও কিছু না বলে জানিয়েছেন তারা চিন্তাভাবনা করছেন।শ্রীলঙ্কার বিপক্ষে ‍দুই ম্যাচেই চার পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। মাশরাফি, মোস্তাফিজ ও রুবেলের সঙ্গে প্রথম ম্যাচে খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় ম্যাচে নামিয়ে দেওয়া হয়েছিল আবুল হাসানকে।

ফাইনালে আবার চার পেসার খেলানো হবে কি না জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছিল মাশরাফিকে। অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন একাদশে পরিবর্তন আসতে পারে, ‘স্পিনার তো অবশ্যই সাকিব আছে। সঙ্গে একজন খেলে আসছিল। এ থেকে বেরোনোর সুযোগ নেই। স্পিনার একজন থাকবেই। বাড়তি স্পিনার কাম ব্যাটসম্যান হিসেবে নাসির খেলেছিল। তো কে আসবে এখনো নিশ্চিত না। আর চার পেসার না তিন পেসার, এখানে অবশ্যই আলোচনার ব্যাপার আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এ কারণেই যে দলে বড়সড় পরিবর্তন আনতে হবে তার পক্ষপাতী নন মাশরাফি,‘ একটা ম্যাচ হারার পর পুরো ব্যাপারটা এলোমেলো করার ইচ্ছা নেই। চার পেসারের জায়গায় এমন না যে একজন ব্যাটসম্যান বাড়িয়ে দেব। হয়তো মানুষটা বদলাতে পারে কিন্তু পেসারের জায়গায় পেসারই খেলাব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!