• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরাণীগঞ্জে নতুন করদাতাদের মাঝে সনদ বিতরণ


কেরানীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৩:৩১ পিএম
কেরাণীগঞ্জে নতুন করদাতাদের মাঝে সনদ বিতরণ

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ঢাকা  কর অঞ্চল-৪ এর আয়কর ক্যাম্প ও করদাতা উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর)  সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলার কদমতলী সারা কমিউনিটি সেন্টারে কর অঞ্চল -৪, ঢাকা কর কমিশনার রাধেশ্যাম রায় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, নসরুল হামিদ বিপু, এসময় আরো উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ  সম্পদ বিভাগের সিনিয়র সচিব  ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃনজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগের  বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী । আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ ,তেঘুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী জজ মিয়া সহ কেরানীঞ্জের বিভিন্ন ব্যবসায়ি বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী  বলেন ,বাংলাদেশে  করদাতাদের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে গেছে । করদিতে আগে সমস্যা থাকলেও এখন তেমন কোন সমস্যা নেই ।শুধু সাধারণ ব্যবসায়ীদের নয় বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের  করের আওতায় আসার আহবান  জানান। বক্তব্য শেষে ১৭০ জন নতুন করদাতাদের মাঝে সনদ প্রদান করেন ।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!