• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জের বর্জ্য থেকে হবে বিদ্যুৎ


কেরানীগঞ্জ প্রতিনিধি জুলাই ২৮, ২০১৭, ০৩:০৭ পিএম
কেরানীগঞ্জের বর্জ্য থেকে হবে বিদ্যুৎ

কেরানীগঞ্জ: জেলার আগানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে সকল বিদ্যুৎ লাইন আন্ডার গ্রাউন্ড করা হবে। দেশের প্রথম উপজেলা হিসেবে কেরানীগঞ্জে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। কেরানীগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন ঘটানো হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে ২০১৮ সালে কেরানীগঞ্জে উদ্বোধন করা হবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মন্ত্রী আরো বলেন, ছাত্রলীগে অছাত্রদের জায়গা দেয়া হবে না। ছাত্রলীগ সুসংগঠিত করতে নিয়মিত সভা ও সেমিনার করতে হবে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময় আরো বক্তব্য রাখেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ্ খুশী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সহ-সভাপতি এইচ এম মেহেদি হাসান, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক ফারুক হোসেন মিঠু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!