• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোচের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি : নাফিস


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৬, ১০:৩২ এএম
কোচের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি : নাফিস

২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন শাহরিয়ার নাফিস। এর দুই বছর পর ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন শেষ টেস্ট ম্যাচটি। যেখানে এক ইনিংসে তিনি করেছিলেন ১৮ রান, আর অন্য ইনিংসটিতে করেছিলেন ২৯ রান। এরপর দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পান টপ অর্ডার এই ব্যাটসম্যান। দীর্ঘ তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পরও বর্তমান পরিবেশের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখছেন না তিনি।

নাফিসের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট ও কোচিং স্টাফদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এতেও খুব একটা সমস্যা হচ্ছে না নাফিসের। এ প্রসঙ্গে তিনি বুধবার বলেন, ‘কোচের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আমি জাতীয় দলে তিন বছর ছিলাম না। কিন্তু জাতীয় দলের এই পরিবেশটা আমার জন্য নতুন নয়। আমার পেছনে নয় বছরের অভিজ্ঞতা আছে। আমাকে সবাই স্বাগত জানিয়েছে। ড্রেসিং রুম খুব এনজয় করছি। নতুন ম্যানেজমেন্টের সঙ্গে অল্প সময়ে খুব কাছে যেতে পেরেছি। তাদের কাছ থেকে যত বেশি শেখা যায়, সেটাই আমার জন্য লাভ। পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে যে প্রক্রিয়ার মধ্যে রয়েছি লক্ষ্য থাকবে সেটা দিয়ে জাতীয় দলে কন্ট্রিবিউট করা।’
 
এই তিন বছরে জাতীয় দলের কালচারে কেমন পরিবর্তন লক্ষ্য করেছেন জানতে চাইলে শাহরিয়ার নাফিস বলেন, ‘আমি আসলে এভাবে তুলনা করতে চাই না। কারণ তিন বছর আগে পরিস্থিতি এক রকম ছিল, এখন আরেক রকম। যত সময় যাচ্ছে মানুষ ততই উন্নতি করছে। এখন খেলোয়াড়রা অনেক বেশি পেশাদার। তারা জিততে শুরু করেছে, জিতলে কেমন লাগে, জিততে কী প্রয়োজন সেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আর বাংলাদেশ ক্রিকেট যেহেতু ইমপ্রুভিং সিস্টেমে, আমরা তিন বছর আগে যেমন ছিলাম তার চেয়ে অনেক এগিয়েছে। তিন বছর পর হয়তো আমরা আরও এগিয়ে যাব। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি এটা বলা যায়।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!