• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোন কোন দল যাচ্ছে শেষ চারে


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৭, ০২:২৭ পিএম
কোন কোন দল যাচ্ছে শেষ চারে

ঢাকা: বিপিএলের চট্টগ্রাম পর্ব  শেষ। আবার হোম অব ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশের সবচেয়ে জমাট ঘরোয়া আসর। তার আগে আলোচনা একটাই কোন চার দল শেষ চারে যাচ্ছে। ঘরের মাঠে টানা তিন জয় পেয়েছিল সিলেট সিক্সার্স। তখন সবাই ভেবেছিল, শেষ চারে বাকি তিন দলের সঙ্গী হবে সিলেটও। কিন্তু এর পর আর কোনও ম্যাচেই দলটি জিততে পারেনি।

সিলেটের তুলনায় খুলনা টাইটান্সের শুরুটা অতটা ভালো হয়নি। কিন্তু টানা পাঁচ ম্যাচ জিতে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে মাহমুদউল্লাহর দল। অথচ শুরুতে টানা তিন জয়ের পর ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে সিলেট।

পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। খুলনার সংগ্রহ ১০ ম্যাচে ১৩ পয়েন্ট। তিনে থাকা ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ১০ ম্যাচে ১১ পয়েন্ট। আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স। এরই মধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ও খুলনা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া রাজশাহী কিংসের আশাও শেষ হয়ে যায়নি। শেষ চারে যেতে হলে রাজশাহী ও সিলেটকে পরের ম্যাচগুলোতে জিততেই হবে। তাই ঢাকা পর্বের ম্যাচগুলো আরও রোমাঞ্চকরই হতে চলেছে।

বিপিএলের পয়েন্ট টেবিল

দল    ম্যাচ    জয়    হার    পয়েন্ট
কুমিল্লা    ৯    ৭    ২    ১৪
খুলনা    ১০    ৬    ৩    ১৩
ঢাকা    ১০    ৫    ৪    ১১
রংপুর    ৯    ৫    ৪    ১০
রাজশাহী    ১০    ৪    ৬    ৮
সিলেট    ১০    ৩    ৬    ৭
চিটাগাং    ১০    ২    ৭    ৫

সোনালীনিউজ/আরআইবি

 

Wordbridge School
Link copied!