• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোন নবীর জন্মস্থান কোথায়?


ধর্মচিন্তা ডেস্ক এপ্রিল ১৬, ২০১৭, ০১:৩৪ এএম
কোন নবীর জন্মস্থান কোথায়?

ঢাকা: ইসলাম ধর্মে মানবজাতির আদি পুরুষ হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহম্মদ (সা.) পর্যন্ত বিভিন্ন নবী রাসূল পৃথিবীর বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন। 

কোন নবী কোথায় জন্মেছেন তা অনেকেই হয়তো জানেন না। আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ এই তথ্য। নিচে বেশ কয়েকজন নবীর জন্মস্থান উল্লেখ করা হলো-

১. আদম (আ.)- শ্রীলংকা।
২. নূহ (আ.)- জর্ডান।
৩. শোয়াইব (আ.)- সিরিয়া।
৪. সালেহ (আ.)- লেবানন।
৫. ঈব্রাহীম (আ.)- ইরাক।
৬. ইসমাঈল (আ.)- সৌদি আরব।
৭. ইয়াকুব (আ.)- ফিলিস্তিন।
৮. ইয়াহ ইয়া (আ.)- ফিলিস্তিন।
৯. জাকারিয়া (আ.)- ফিলিস্তিন।
১০. ইসহাক (আ.)- ফিলিস্তিন।
১১. ইউসুফ (আ.)- ফিলিস্তিন।
১২. লুত (আ.)- জর্ডান+ইরাক।
১৩. আইয়ুব (আ.)- জর্ডান।
১৪. হুদ (আ.)- ইয়েমেন।
১৫. মুহাম্মদ (সা.)- সৌদি আরব।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!