• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০১৮, ০২:৪৪ পিএম
কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই, সময় নেই। রোববার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকা ভালো। টেলিফোনে যোগাযোগ করা হলে কঠিন সম্পর্কেরও বরফ গলে।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই। আমি কল করলে উনি (মির্জা ফখরুল) কল করবেন শর্তযুক্ত। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে ভালো হবে না। আমি জানি না এই সংস্কৃতি থেকে তারা কবে বেরিয়ে আসবে।’

মন্ত্রী আরো বলেন, ‘জিতলে ভালো আর না জিতলে নির্বাচন ভালো না, এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের জন্য বিএনপি সব সময়ই প্রস্তুত রয়েছে। এক প্রশ্নের উত্তরে ওই সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফোন করলে আমরাও ফোন করবো।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!