• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোমায় চলে গেছে শ্রীলঙ্কার ক্রিকেট!


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০১৭, ০৯:১১ পিএম
কোমায় চলে গেছে শ্রীলঙ্কার ক্রিকেট!

ঢাকা: এই শ্রীলঙ্কাকে ঠিক চেনা যাচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজ থেকেই লঙ্কানদের অচেনা লেগেছে। ওয়ানডে সিরিজ হারের পর একমাত্র টেস্টটিতেও তাদের চাপে ফেলেছিল জিম্বাবুয়েনরা। তখনই বোঝা গিয়েছিল এই দলটি ভারতের সামনে স্রেফ উড়ে যাবে। হচ্ছেও তাই। প্রথম দুই টেস্টে বড় জয়ের পর তৃতীয় ও শেষ টেস্টেও জয়ের পথে রয়েছে বিরাট কোহলির দল। দ্বিতীয় দিন শেষেই জয় দেখতে পাচ্ছে ভারত। শ্রীলঙ্কা ক্রিকেটের এমন দুরাবস্থা শেষ কবে দেখা গিয়েছিল তা জানতে পরিসংখ্যানের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, দেশটির ক্রিকেট কোমায় চলে গেছে।

পাল্লেকেলে টেস্টের যা অবস্থা তাতে তৃতীয় দিনেই জয় তুলে নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিতে পারে ভারত। দ্বিতীয় দিনের শুরুতে হার্দিক পাণ্ডের সেঞ্চুরি আর শেষে কুলদীপ যাদবের ঘূর্ণি যাদুতে কাবু হয়ে পড়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে তাদের বাকি ৯ উইকেট তুলতে পারলেই ৩-০ তে সিরিজ জয়ের নতুন ইতিহাস লিখে ফেলবে কোহলির দল৷ এদিন পাণ্ডের প্রথম সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংস ৪৮৭ রানের পাহাড় গড়ে ভারত৷ জবাবে কুলদীপের স্পিনের সামনে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই লঙ্কানরা।১৯ রান তুলতেই হারাতে হয়েছে উপুল থারাঙ্গার উইকেট।

রোববার মাত্র দু’ম্যাচের অভিজ্ঞতার ওপর ভর করে দুরন্ত ব্যাটিং করেন পাণ্ডে। ৭টি চার ও ৭টি ছয়ের সাহায্যে মাত্র ৮৬ বলে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকান প্রতিভাবান এই অলরাউন্ডার। পাণ্ডের ১০৮ রানের ইনিংসে রানের পাহাড় গড়ে ভারত। পরে কুলদীপের স্পিন ভেল্কির সামনে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। অস্ট্রেলিায়র বিরুদ্ধে দুরন্ত টেস্ট অভিষেকের পর লঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও নজর কাড়লেন বাঁ-হাতি চায়নাম্যান। ১৩ ওভার হাত ঘুড়িয়ে পেলেন চার উইকেট। অশ্বিন-কুলদীপ জোড়া স্পিন ফলায় মাত্র ১৩৫ রানেই শেষ হয়ে যায় চান্ডিমালদের ইনিংস।

এদিন পাল্লেকেলেতে সবমিলিয়ে উইকেট পড়ল ১৫টি। এর মধ্যে দশটি উইকেটই স্পিনারদের দখলে। ছয় উইকেট খুঁইয়ে ৩২৯ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত।শুরুতে ঋদ্ধিমান ১৬ রানে ফিরলেও ব্যাট হাতে ইনিংসের হাল ধরে কুলদীপ-পাণ্ডে জুটি। অষ্টম উইকেটে তাঁদের সংগ্রহ দাঁড়ায় ৬২ রান। বাঁ-হাতী কুলদীপ ড্রেসিংরুমে ফিরলে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন পাণ্ডে। উমেশ যাদবকে সঙ্গী করে ৬৬ রানের জুটি গড়েন সদ্য টেস্টে অভিষেক হওয়া এই অলরাউন্ডার। ১৩২ রানে ৫ উইকেট নিয়েছেন লক্ষণ সান্দাকান। ৩টি উইকেট পেয়েছেন পুষ্পকুমারা ৮২ রানের বিনিময়ে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!