• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোরবানির চামড়া ১০ ভাগ বেশি সংগ্রহের আশা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৮, ১০:০১ এএম
কোরবানির চামড়া ১০ ভাগ বেশি সংগ্রহের আশা

ঢাকা: এবার গত বছরের চেয়ে ১০ ভাগ বেশি কোরবানির চামড়া সংগ্রহের আশা পোস্তার ব্যবসায়ীদের। নির্বাচনি বছরে রাজধানীসহ সারা দেশে কোরবানি বেশি হবে বলে মনে করছেন তারা। পাশাপাশি, পাচাররোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের তাগিদও তাদের।

দেশে চামড়া সংগ্রহের মূল মৌসুম কোরবানির ঈদ। মোট চামড়ার অর্ধেকেরও বেশি সংগ্রহ হয় এ সময়ে। আর তা বেচা-কেনার সবচেয়ে বড় আড়ৎ পুরান ঢাকার পোস্তা।

গত বছর গরু, ছাগল, মহিষ মিলিয়ে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ। ভোটের বছর হওয়ায় এবার বাড়ছে কোরবানি সংখ্যা, বাড়বে চামড়ার সরবরাহও। টাকার জন্য এই মধ্যে শুরু হয়েছে ব্যাংকের সঙ্গে যোগাযোগ। এবছর সাড়ে চারশ কোটি টাকা ব্যবসার আশা সংশ্লিষ্টদের।

তবে চামড়া সংগ্রহে বহু হাত বদলের রেওয়াজ বন্ধের তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিকেরা। পাশাপাশি পাচাররোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের দাবিও তাদের।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যে, এবারের ঈদে কোরবানিযোগ্য পশু রয়েছে এক কোটি ১৬ লাখের বেশি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!