• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরবানির মাংস কাটার প্রয়োজনীয় জিনিস


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০১৭, ০১:০৫ পিএম
কোরবানির মাংস কাটার প্রয়োজনীয় জিনিস

ঢাকা : আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কোরবানি ঈদ।  কোরবানির ঈদ মানেই মাংস দিয়ে রসনা তৃপ্তির নানা আয়োজন। কাজেই এই ঈদে মাংস কাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই গরু কোরবানি দেওয়ার পর নিজেরাই বাসায় বসে মাংস কাটার ব্যবস্থা করেন।

সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কিছু জিনিস যেমন ছুরি, চাপাতি, দা, বটি, খাটিয়া ইত্যাদি ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। প্রয়োজন হলে এসব জিনিস ধার দিয়ে রাখতে হবে।  কাজেই মাংস কাটার জন্য প্রয়োজনীয় এরকম কিছু জিনিস সম্পর্কে  আগে থেকেই সচেতন হওয়া ভালো-

চাপাতি: মাংস কাটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো চাপাতি। এটি দিয়ে অনেক শক্ত হাড় কাটা হয়। চাপাতি যদি কসাই বেশি করে নিয়ে আসে তাহলে আপনার কেনার দরকার নেই। আর যদি আপনার পুরোনো চাপাতি থাকে তাহলে তা  শান দিয়ে রাখুন। নতুন চাপাতি কারওয়ান বাজার থেকে যেকোনো কামারের দোকানে পাবেন। এগুলোর দাম পড়বে প্রায় ২০০-১ হাজার টাকার মধ্যে।

ছুরি : কোরবানির পশুর চামড়া ছাড়ানোর জন্য ছুরি দরকার হয়। ভালো ছুরি ছাড়া চামড়া ছাড়ানো কষ্ট হয়ে যায়। স্টিলের ছুরির চেয়ে কামারের তৈরি লোহার ছুরিই বেশি ভালো হবে এক্ষেত্রে। ঘরের ছুরিগুলো আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

দা/বটি: চাপাতি দিয়ে সাধারণত মাংস বড় করে কাটার জন্য ব্যবহার করা হয়। মাংসকে ছোট ছোট করে কাটার জন্য আপনার দা বা বটি অবশ্যই লাগবে। এগুলোও প্রয়োজনমতো ধার দিয়ে ধুয়ে প্রস্তুত রাখতে হবে।

মাংস কাটার খাটিয়া : কোরবানি পশুর মাংস কাটার কাজে এই কাঠের খাটিয়া ব্যবহার করে থাকেন কসাইরা। তাছাড়া কোরবানির কাছাকাছি সময় গুলোতে বিভিন্ন মাপের বিভিন্ন দামের এসব খাটিয়া পাওয়া যায়। ৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে এ ধরনের খাটিয়া দামও নির্ধারণ করা হয়। সাধারনত কাঠের মধ্যে তেঁতুল গাছের কাঠ অত্যন্ত শক্ত ও মজবুত, কাজেই কেনান আগে এ বিষয় গুলো মাথায় রাখা উচিত।

চপিং বোর্ড : মাংস ছোট করে কাটার জন্য চপিং বোর্ড ব্যবহার করা হয়। চপিং বোর্ড প্লাস্টিক অথবা কাঠের দু’রকমের হয়ে থাকে। আপনার পছন্দ অনুযায়ী বোর্ড সংগ্রহ করুন। মাংস কাটাকুটি করার আগে এগুলো যেমন ধুয়ে ব্যবহার করবেন, তেমনি কাটা শেষ হলে ভালো করে গরম পানি ও সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে ফেলুন। সবশেষে পানি শুকিয়ে গেলে পরিস্কার নরম কাপড় দিয়ে মুছে তুলে রাখুন পরে ব্যবহারের জন্য।

** পশু কোরবানি দেবার আগেই আপনি উপরোক্ত জিনিসগুলো গুছিয়ে রাখুন। তাহলে ঈদের দিন সময় বাঁচবে, দ্রুত সব কিছু সামলাতে পারবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!