• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলি ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০১৬, ১১:০০ পিএম
কোহলি ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড

ঢাকা : মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রিবাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে উড়ে গেল নিউজিল্যান্ড। রোববার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে সফরাকারী নিউজিল্যান্ড। 

জবাবে ৪৮.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে শুরুটা ভালো হয়নি হয়নি ভারতের। দলীয় ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা। এরপর ৫ রান করে বিদায় নেন অপর ওপেনার আজিঙ্কা রাহানে। তৃতীয় উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ১৫১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান কোহলি।

ব্যক্তিগত ৮০ রানের মাথায় ম্যাট হেনরির বলে ধোনি আউট হলেও ১৩৪ বলে ১৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত ১৫৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অপরপ্রান্তে মানীশ পান্ডে অপরাজিত ছিলেন ২৮ রানে। 

নিউজিল্যান্ডের পক্ষে দুটি উইকেট নেন হেনরি এবং একটি উইকেট লাভ করেন টিম সাউদি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানের মাথায় ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। উমেশ যাদবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ২৭ রান করেন তিনি। তবে আরেক ওপেনার টম লাথাম ৭২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন সাঁজঘরে ফেরেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন এদিন বেশি দূর এগোতে পারেননি। কেদার যাদবের বলে আউট হওয়ার আগে ২২ রান করেই প্যাভিলিয়নের পথ বেছে নেন। এরপর ৪৪ রান করে দলকে বড় সংগ্রহের সম্ভাবনা দেখান রস টেলর। তবে হঠাৎ ছন্দ পতন ঘঠে নিউজিল্যান্ডের। দলীয় ১৯৯ রান তুলতেই ৮ উইকেট হারায় তারা। তবে শেষের দিকে জেমস নিশামের ৪৭ বলে ৭টি চারে ৫৭ রান এবং ম্যাট হেনরির ৩৯ রানে ২৮৫ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও কেদার যাদব। ২টি করে উইকেট লাভ করেছেন অমিত মিশ্র ও জসপ্রিত বুমরাহ।

পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!