• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলি-স্মিথের শাস্তি হয়নি দেখে অবাক ডু প্লেসি


ক্রীড়া ডেস্ক মার্চ ১৩, ২০১৭, ১২:১৭ পিএম
কোহলি-স্মিথের শাস্তি হয়নি দেখে অবাক ডু প্লেসি

ঢাকা: বেঙ্গালুরু টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের কা- সবাই দেখেছেন। বাদ যাননি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিও। কিন্তু কোহলি-স্মিথের কাউকেই শাস্তি পেতে হল না, আইসিসির এমন ভুমিকায় রীতিমত অবাক হয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

রোববার দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ডানেডিন টেস্ট ড্র হওয়ার পর ডু প্লেসির কাছে কোহলি-স্মিথের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। যে ঝামেলায় আইসিসি দু’জনের কাউকে শাস্তি দেয়নি। এটাই মেনে নিতে পারছেন না ডু প্লেসি। তিনি বলেন,‘ সত্যি বলতে আমি বেশ অবাকই হয়েছি যে দ’জনের কাউকে শাস্তি দেওয়া হল না দেখে।’

ডু প্লেসির অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় তাকে আইসিসির রোষানলে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ডু প্লেসি বলেন,‘ কেন আমি অবাক হয়েছি? আসলে অস্ট্রেলিয়ায় এর চেয়ে ছোট ব্যাপারের জন্য আমাকে ভুগতে হয়েছিল। ’

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে চুইংগাম চুষতে চুষতে মুখে আঙুল ঢুকিয়ে সেই আঙুল বলে ঘষেছিলেন ডু প্লেসি। সেই ঘটনায় আইসিসি তার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনে দোষি সাব্যস্ত করেছিল। আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন ডু প্লেসি। কিন্তু কোনও লাভ হয়নি।
এবার ড্র প্লেসির প্রশ্ন তাহলে কেন স্মিথকে দোষী বলবে না আইসিসি? তিনি বলেন,‘ আমার ব্যাপারে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা এবারের থেকে সম্পূর্ণ আলাদা। এজন্যই আমি অবাক হয়েছি। হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি, আমার ক্ষেত্রে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাকিদের ক্ষেত্রেও একইরকম মনোভাব নেওয়া উচিৎ আইসিসির।’

এরপর আইসিসিকে খোঁচা মেরে ডু প্লেসি বলেন,‘ আপনি যখন অস্ট্রেলিয়া বা ভারতের মত দলের বিরুদ্ধে খেলবেন তখন এরকম ঘটনা ঘটতেই পারে। এসব ব্যাপার একটুতেই বিশাল হয়ে দাঁড়ায়। আমি খুশি যে এবার আমি উল্টো দিকে দাঁড়িয়ে ঘটনাটা দেখেছি। এতে জড়িয়ে পড়িনি।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!