• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলিকে ‘অভিনব’ শিক্ষা বিন্দ্রার


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০১৭, ০৮:৩২ পিএম
কোহলিকে ‘অভিনব’ শিক্ষা বিন্দ্রার

ঢাকা: ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্যই জাতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে হয়েছে অনিল কুম্বলেকে। গোটা ভারতজুড়ে কোহলির সমালোচনা শুরু হয়ে গেছে। সাবেক স্পিনার বিষেণ সিং বেদি বলেছেন, ‘কুম্বলের সড়ে দাঁড়ানোটা আমার কাছে অপ্রত্যাশিত নয়। এই পরিস্থিতিতে কারও পক্ষে কাজ করা সম্ভব নয়।’

সত্যি যেভাবে কুম্বলেকে সরাতে উঠেপড়ে লেগেছিলেন কোহলি তা নজিরবিহীন। এটা তো পানির মতো পরিস্কার যে, শচীন-সৌরভ-লক্ষণ চেষ্টার কোনও ত্রুটি করেননি কোহলিকে বোঝাতে। কিন্তু রাজা বিরাট তা শোনেননি। এটা মেনে নিতে এখন আর কোনও দ্বিধা নেই যে ভারতীয় ক্রিকেটে রাজা বিরাটই। তিনি যা বলেন তাই হয়। সেখানে শচীন-সৌরভরাও গৌণ।

তবে কোহলির এই অন্যায় ভারতীয়রাই মেনে নিতে পারছেন না। এই তালিকায় রয়েছেন কিংবদন্তী সুনিল গাভাস্কারও। আছেন বেইজিং অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলেট অভিনব বিন্দ্রাও। তিনি টুইটারে কোহলির নাম না-করে তাঁর তীব্র সমালোচনা করেছেন। এটা সমালোচনা হিসেবে নিলে ভুল হবে বরং কোহলি এখান থেকে শিক্ষাও নিতে পারেন। বিন্দ্রা লিখেছেন, ‘কোচ ছিলেন আমার সবচেয়ে বড় শিক্ষক। আমি ঘৃণা করতাম তাঁকে। কোচের সঙ্গে ২০ বছর ছিলাম। আমি যেগুলো করতে চাইতাম না, সেগুলোই আমার কোচ করতে বলতেন।’

এতকিছুর পরও বিন্দ্রার সঙ্গে কিন্তু সমস্যা হয়নি তাঁর কোচের। অথচ কোহলির সঙ্গে লেগে গেল কুম্বলের। যেটা ভারতীয় ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকল।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!