• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিকে দেখে শেখার আছে বললেন আকরাম


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৪, ২০১৭, ০৯:৩৫ পিএম
কোহলিকে দেখে শেখার আছে বললেন আকরাম

ঢাকা: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর পাকিস্তান দল ওয়ানডে সিরিজেও হেরে গেছে। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও সাকলাইন মুশতাক পাকিস্তানী ক্রিকেটারদের ব্যর্থতা খুঁজতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রসঙ্গ টেনে এনেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন টক শো’তে তিন ক্রিকেটারের মুখেই শোনা গেছে কোহলি বন্দনা।

পাকিস্তানি ক্রিকেটাররা ফিটনেসে কেন পিছিয়ে? রানিং বিটুউন দ্য উইকেটে অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত ধীর গতির কেন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আকরাম বলেন,‘ সময়ের সঙ্গে ক্রিকেট যেভাবে এগোচ্ছে, সবসময় সেদিকে নজর রাখা উচিৎ। কোহলি জানে কিভাবে রান তাড়া করে ম্যাচ জিততে হয়। এখনই ১৭টি সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে ও।’

কোহলির প্রশংসা করে এখানেই থামেননি আকরাম। তিনি বলেন,‘কোহলি লজ্জা না করে সিনিয়রদের পরামর্শ শোনে। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের এটাও শেখা উচিৎ।’

পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইনের মুখেও ছিল কোহলির প্রশংসা। তিনি বলেন,‘বিরাট খুব নিয়ম মেনে চলে। অনুশিলন, জিম থেকে খাওয়া, ঘুম সবকিছু নিয়মের মধ্যে থাকে।’ কোহলির এমন সাফল্যের প্রশংসা করেছেন শোয়েবও।

সোনালীনিউজ/ঢাকা/জেডাাই

Wordbridge School
Link copied!