• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘কোহলিদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৫:৩৭ পিএম
‘কোহলিদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’

ঢাকা: টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেদিক থেকে এই টেস্টটি ঐতিহাসিকও বটে। কিন্তু এত বছর খেলতে না পারাটা বাংলাদেশের জন্য লজ্জারও। এখানে বাংলাদেশের দায় যতটা তার চেয়ে বেশি দায় ভারতের। ক্রিকেটের প্রভাবশালি দেশটি যে বাংলাদেশকে আমন্ত্রণই জানায়নি। তাই এই টেস্টে বাংলাদেশের একটা হিসাব মেলানোরও ব্যাপার আছে।

মুশফিকুর রহীমের দল কী পারবে ভারতকে উপযুক্ত জবাব দিতে? অবশ্য এসব নিয়ে খুব একটা চিন্তা করছেন না বাংলাদেশের ক্যারিবিয়ান কিংবদন্তি বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি বিরাট কোহলিদের নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তা ভাবনার কিছু দেখছেন না। ওয়ালশ বলেন,‘ কোন সন্দেহ নেই বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ভারতীয় দলে তার মত আরও কয়েকজন ক্রিকেটার আছে। তবে এই ক্রিকেটারদের নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আমরা হায়দরাবাদে যদি পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারি তাহলেই টেস্ট জমে উঠবে।’

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ভারত শীর্ষ দল। বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। এক নম্বর দলের সঙ্গে বাংলাদেশের হারানোর কিছু দেখছেন না ওয়ালশ,‘ আমাদের হারানোর কিছু নেই। কিন্তু এই টেস্ট ভালো করলে পাওয়ার আছে অনেক কিছুই। আমার মনে হয়, নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ভারতের কন্ডিশন তো বাংলাদেশের মতই।’

বাংলাদেশের পেস বোলারদের পারফরম্যান্সেও সন্তষ্ট ওয়ালশ। তিনি বলেন,‘ আমি বাংলাদেশী পেসারদের নিয়ে সন্তুষ্ট। তাদের পরিশ্রম করার মানসিকতা আছে। তবে অভিজ্ঞতায় ঘাটতি রয়েছে। আমি মনে করি ওরা যত বেশি টেস্ট খেলবে তত বেশি শিখবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!