• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলির কাছে ক্ষমা চাইলেন হজ


ক্রীড়া ডেস্ক মার্চ ৩০, ২০১৭, ০৫:০৮ পিএম
কোহলির কাছে ক্ষমা চাইলেন হজ

ঢাকা: নিজের ভুল স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হজ। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে করা মন্তব্যর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আইপিএলে গুজরাট লায়ন্সের কোচ কোহলিকে নিয়ে বলেছিলেন, ‘বিরাট আইপিএল মাথায় রেখে ধর্মশালা টেস্ট খেলেননি।’ তারপরই হজের মন্তব্য নিয়ে ঝড় ওঠে।

বুধবার কোহলিকে সমর্থন জানিয়ে তার পক্ষে ব্যাট ধরেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি বলেন,‘ হজের মন্তব্য একেবারে ভিত্তিহীন। যে ক্রিকেটার দেশের হয়ে খেলেছে এবং নেতৃত্ব দিচ্ছে তার কাছে দেশের থেকে বড় আর কোনও টুর্নামেন্ট হতে পারে না। সে কখনই টেস্ট ম্যাচ মিস করতে চাইবে না। বিরাট কখনই এটা করবে না। সংবাদের শিরোনামে নাম তোলার জন্য যে কেউ যা কিছু বলতে পারে। কিন্তু কারও চোট সম্পর্কে না জেনে কথা বলা উচিৎ নয়।’

গম্ভীরের মন্তব্যর পরেই নিজের ভুল বুঝতে পারেন হজ। তাছাড়া তিনি গুজরাট লায়ন্সের হয়ে কোচের চাকরিও করছেন। সেই চাকরি বাঁচাতে তড়িঘড়ি করে ক্ষমা চেয়ে নেন হজ। তিনি ক্ষমা চেয়ে একটি লেখা পোষ্ট করেন। সেখানে হজ লিখেছেন,‘ আমি সব ভারতীয় ও ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিরাট কোহলির কাছেও ক্ষমাপ্রার্থী। আমি কাউকে আঘাত করা বা সমালোচনার জন্য বলিনি। আমি কথাটা হালকাভাবেই বলেছিলাম। আমি দীর্ঘসময় ধরে আইপিএল উপভোগ করছি। এই টুর্নামেন্টের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

সোনালীনিউজ/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!